ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মসিকে প্রতীক পেলেন ৩১২ কাউন্সিলর প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
মসিকে প্রতীক পেলেন ৩১২ কাউন্সিলর প্রার্থী মসিকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক রবাদ্দ, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর দিন প্রতীক বরাদ্দ পেলেন ৩১২ জন কাউন্সিলর প্রার্থী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান।  

আলীমুজ্জামান বাংলানিউজকে বলেন, নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই সাদা-কালো পোস্টার আর লিফলেট ছাপার কাজে নেমে পড়েছেন কাউন্সিলর প্রার্থীরা। ইতোমধ্যেই বিভিন্ন সড়কে পোস্টার ঝোলানো শুরু হয়েছে।

লিফলেট হাতে বাড়ি বাড়ি প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন তাদের সমর্থকেরা। প্রার্থীদের কর্মী ও সমর্থকদের মাঝে ভোটের আমেজ আসলেও মেয়র পদে ভোট না হওয়ায় স্থানীদের আগ্রহে ভাটা পড়েছে অনেকটাই।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা চালাতে পারবেন।  

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। ১২৭টি ভোটকেন্দ্রের সব ক’টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

এরআগে, গত বুধবার (১৭ এপ্রিল) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইকরামুল হক টিটুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মেয়র ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এমএএএম/একে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।