ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কামারখন্দে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
কামারখন্দে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী শফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার দশশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী শফিকুল ইসলাম (আনারস) জানান, সকালে দশশিকা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মতিন চৌধুরীর ছোট ভাই মুক্তা চৌধুরী ও তার লোকজন এসে আমার ওপর হামলা চালায়।

এ সময় তারা আমাকে টেনে হিঁচড়ে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।  

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, প্রার্থীর ওপর হামলার ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।