ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রিয়াজ বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রিয়াজ বিজয়ী রিয়াজ উদ্দিন আহমেদ

বরিশাল: পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ জুন) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম সরফরাজ বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) ৪৭ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন মোশারেফ সাকু (নৌকা প্রতীক) ২১ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন।



এদিকে ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান সিফাত (টিয়া পাখি প্রতীক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন জাহান (কলস প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১৮ জুন) সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মোট নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।