ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পূজার দিন ভোট ধর্মীয় অনুভূতিতে আঘাত: তাবিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
পূজার দিন ভোট ধর্মীয় অনুভূতিতে আঘাত: তাবিথ

ঢাকা: পূজার দিন নির্বাচন দিয়ে সরকার সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এর প্রতিবাদে ৩০ জানুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) দুপুর ১২টায় পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গণসংযোগ কালে তিনি এ আহ্বান জানান। এর আগে বেলা ১১টায় বসুন্ধরা সিটি মার্কেটের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল।

তাবিথ বলেন, আমরা আগেও বলেছিলাম যে দুর্গাপূজার সময় যেন রংপুরের নির্বাচন না দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশন সরকারের কথা শুনে দুর্গাপূজার মাঝখানে নির্বাচন দিয়েছিল। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা তখনও আঘাত পেয়েছিলেন। এবারেও দেখছি ওনারা সরস্বতী পূজা বানচাল করার জন্য নির্বাচন দিয়েছে। এখানে অন্যকিছুকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু ধর্মকে প্রাধান্য দেওয়া হয়নি। আমি হিন্দু ভাই-বোনসহ সব ধর্মের সবাইকে আহ্বান জানাচ্ছি, তাদের প্রতি যে অবিচার করা হয়েছে, সেটার জবাব তারা ৩০ জানুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেবেন।  

তিনি বলে, নির্বাচনী পরিবেশ সকালে এক রূপ আর বিকেলে আরেক রূপ ধারন করে। সকালে প্রচারণা চালাতে পারলেও বিকেলে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। বুধবার বিকেলে এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় হামলা চালিয়ে পাঁচ জনকে আহত করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ধানের শীষের গণজোয়ার দেখে ভয়ে হামলা ও হুমকি দিচ্ছে। তারা চেষ্টা করছে ভোটারেরা যেন ৩০ জানুয়ারি ভোটকেন্দ্রে না যায়। যতই চেষ্টা করুক। জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা শান্তিপূর্ণভাবে ৩০ তারিখ বিজয় নিয়ে আসবো।

বিএনপির এ মেয়রপ্রার্থী বলেন, ঢাকা সিটির ৩০ লাখ ভোটার ইভিএম এখনও রপ্ত করতে পারেনি। তাছাড়া এটি একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি। ইভিএম দিয়ে ভোট চুরি করা যায়। ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালটেই ভোট দেওয়ার দাবি করছি।

তাবিথ আউয়াল বলেন, ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। সবাইকে আহবান জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাব। জনগণ ভোট দিতে পারলে বিজয় সুনিশ্চিত।

এক প্রশ্নের জবাব তাবিথ বলেন, গত দশ বছর সরকারি দলের মেয়র ছিল। কিন্তু ঢাকা শহর পৃথিবীর বসবাসের অযোগ্য শহরের তালিকার শীর্ষে স্থান নিয়েছে। অপরদিকে সিলেটে বিএনপির মেয়র অভাবনীয় কাজ করে বিশ্ববাসীর নজর কেড়েছেন। সুতরাং কাজের ইচ্ছা থাকলে বিরোধী দলে থাকলেও কাজ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সহসভাপতি মুনসী বজলুল বাসিদ আঞ্জু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি গোলাম সরোয়ার, কমিশনার প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।