ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

উন্নত দেশগুলোতে কত শতাংশ ভোট পড়ে জেনে নিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, ফেব্রুয়ারি ৪, ২০২০
উন্নত দেশগুলোতে কত শতাংশ ভোট পড়ে জেনে নিন

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী এবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছে মাত্র ২৭ শতাংশ। এটা নজিরবিহীন। 

এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৪০ শতাংশ। কমিশনের সে হিসাব নিয়েও আছে বিতর্ক।

 

কম ভোট পড়ার পেছনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাদের সেসব ব্যাখ্যা জনগণের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, ভোটে নাগরিকদের অনীহা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

ভোটের হার কম হওয়া নিয়ে ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভোটের হার কম হওয়া মানে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কারণ উন্নত দেশগুলোতে ভোট প্রদানের হার কম।

কিন্তু সত্যিই কি তাই? আসুন দেখে নেওয়া যাক উন্নত দেশগুলোতে ভোটের হার কত।

কানাডা: ২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিবন্ধিত ভোটারের মধ্যে ৬৫ দশমিক ৯৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

জাপান: ২০১৭ সালে জাপানে সবশেষ সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন ৫৩ দশমিক ৬৮ শতাংশ ভোটার। শিল্পোন্নত সাত দেশের মধ্যে সবশেষ সাধারণ নির্বাচনে এই হারই সবচেয়ে কম।  

ফ্রান্স: ২০১৭ সালে ৭৪ দশমিক ৫৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

জার্মানি: ২০১৭ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৭৬ দশমিক ১৫ শতাংশ নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেন।

ইতালি: ২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৭৩ দশমিক ০৫ শতাংশ ভোটার ভোট দেন।

যুক্তরাজ্য: ২০১৯ সালের ১২ ডিসেম্বর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৬৭ দশমিক ৩০ শতাংশ।

যুক্তরাষ্ট্র: ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন ৮৬ দশমিক ৮০ শতাংশ নিবন্ধিত ভোটার। তবে ভোট দেয়ার বয়সে পৌঁছানো মার্কিনিদের হিসেবে ভোট পড়েছে ৫৫ দশমিক ৭০ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।