ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পৌরনির্বাচনের ফরম বিতরণ শুরু জাপার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
পৌরনির্বাচনের ফরম বিতরণ শুরু জাপার

ঢাকা: চতুর্থ ধাপের ৫৬ পৌরসভা র্নিবাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে সোমবার (৪ জানুয়ারি) থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার সকাল ১০টা থেকে এই ফরম বিতরণ শুরু হয়েছে বলে জাপা সূত্রে জানা গেছে।

জানা গেছে, সোমবার থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে আগ্রহীদের প্রার্থীদের মনোনয়ন ফরম নিতে অনুরোধ করেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।