ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেরপুরে আ.লীগ মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
শেরপুরে আ.লীগ মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুস ছাত্তারের চারটি নির্বাচনী ক্যাম্পে শুক্রবার (৮ জানুয়ারি) রাতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে ওই সব নির্বাচনী কার্যালয়ে গিয়ে দেখা যায় কাপড় দিয়ে ঘেরা এই কার্যালয়গুলোর অর্ধেক অংশ পুড়ে গেছে।

কার্যালয় চারটি পৌর শহরের শিশুপার্ক মোড়, উত্তর সাহাপাড়ার কলাপট্টি, উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন নয়াপাড়া ও টাউন কলোনি এলাকায়।

পৌর শহরের শিশুপার্ক মোড় নির্বাচনী অফিস পরিচালনা করেন পীযূষ বসাক। তিনি জানান, গতরাত তিনটা পর্যন্ত তারা দলীয় কর্মী নিয়ে বসেছিলেন। এরপর বাড়ি ফিরে যান। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে তাদের নির্বাচনী কার্যালয়ে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

উত্তর সাহাপাড়াার কলাপট্টি এলাকার এই নির্বাচনী অফিসের সভাপতি যুগল চন্দ্র দাস। তিনি আরও জানান, তারা নির্বাচনী কার্যালয়ে রাত আড়াইটা পর্যন্ত ছিলেন। এরপর কর্মীরা যে যার মতো বাড়ি চলে যান। তাদের অফিসে কারা আগুন দিয়েছে, তারা জানেন না।

এদিকে নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।  

বেশ কয়েকজন নেতাকর্মীরা বলেন, আবদুস ছাত্তারের পক্ষে সাধারণ মানুষ নির্বাচনী প্রচারে নামছেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন গভীর রাতে তার নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছেন।

শেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন বলেন, ৪ জানুয়ারি রাতে আবদুস ছাত্তারের নির্বাচনী প্রচারের মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছিল। এ নিয়ে শেরপুর থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে সকালে মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তার আগুনে পুড়ে যাওয়া কার্যালয়গুলো দেখতে যান। এ সময় শহর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার বাগচী বলেন, আগুনে পুুড়িয়ে দেওয়া অফিস এলাকাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের মেয়র পদে আবদুস ছাত্তারের অফিসে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আটকের দাবি জানান তিনি।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুস ছাত্তার বলেন, আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দমিয়ে রাখা যাবে না। যারা তার নির্বাচনী কার্যালয়গুলোতে আগুন দিয়েছে, তারা কখনো শান্তিপ্রিয় মানুষ হতে পারে না।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিয়োগ দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।