ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি সদস্য থেকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ইউপি সদস্য থেকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন

ফরিদপুর: আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী। একজন ১০ নম্বর ময়না ইউনিয়নে পলাশ বিশ্বাস।

তিনি আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য, ময়না ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মৎস্যজীবী হিসেবে ৫ বার জেলা চ্যাম্পিয়ন।  

অপরজন ৭ নম্বর পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি সদস্য মো. সোলাইমান মোল্যা। মেয়াদ শেষ হওয়ার আগেই ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল মারা যাওয়ায় সোলাইমান মোল্যা প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।  

গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়না ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে পলাশ বিশ্বাস রাতে এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা সাতৈর বাজারে জড়ো হয়। এ সময় হাজারো লোকজন পলাশ বিশ্বাসকে নিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে গোহাইলবাড়ি-গৌরিপুর-হাটখোলার চর হয়ে ময়না ইউনিয়ন পরিষদ চত্বরে রাতে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।  

সভায় বক্তব্য দেন, নৌকার প্রার্থী পলাশ বিশ্বাস, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক লুৎফর রহমান মৃধা, যুবলীগের সভাপতি জিয়াউর রহমান লিংকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ।

নেতাকর্মীরা পলাশ বিশ্বাসকে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।