ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শার্শার ১০ ইউপিতে নৌকা ৫, স্বতন্ত্র ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
শার্শার ১০ ইউপিতে নৌকা ৫, স্বতন্ত্র ৫

বেনাপোল (যশোর):  শার্শা উপজেলায় দিনভর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও পক্ষে-বিপক্ষে অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রার্থী ৫ জন এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত  হয়েছেন।

শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন,  বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। উলাশি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম, শার্শা ইউনিয়নে নৌকার প্রার্থী কবির উদ্দীন তোতা বিজয়ী হয়েছেন।

নিজামপুরে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সেলিম রেজা বিপুল, লক্ষ্মণপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা বেগম, ডিহী ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল, বাহাদুরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফফার, গোগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা তবিবর রহমান বিজয়ী হন।

এদিকে নির্বাচনী সহিংসতায় গত ১৫ দিনে তিন স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী নৌকা প্রার্থীর কর্মীদের হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এসব ঘটনায় মামলার আসামি শতাধিক।

১০টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন ৪৩ জন। ভোটকেন্দ্র ছিল ১০৮টি। ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৪৩ এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ২০০ জন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।