ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ৬ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ৬ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন ও টেংরাবাজার ইউনিয়নে।  

রোববার (১৯ ডিসেম্বর) উপজেলার মনসুরনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও টেংরাবাজার ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ওই দু'টি ইউনিয়নের নির্বাচনের দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালত।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মনসুরনগর ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

একই অভিযোগে টেংরাবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও অটোরিকশা, মোটরসাইকেল, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ চার চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে দুটি ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থী ও এক মেম্বার প্রার্থীকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার জানান, দেয়ালে পোস্টার লাগানো ও বিশাল আকারের পেন্ডাল তৈরিসহ বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।