ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

হাতীবান্ধায় ৯ ইউপিতে নৌকা ও ৩টি স্বতন্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
হাতীবান্ধায় ৯ ইউপিতে নৌকা ও ৩টি স্বতন্ত্র

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ৯ জন ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে, বড়খাতা ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৭ হাজার ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত আবুহেনা মোস্তফা জামাল সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৮৫ ভোট।

ফকিরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান খোকন ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নূরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২২২ ভোট।

ভেলাগুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৩ হাজার ৩৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮০ ভোট।

নওদাবাস ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত এ কে এম ফজলুল হক নৌকা প্রতীকে ৩ হাজার ৪৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৫৮ ভোট।

গোতামারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোনাব্বেরুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে ৬ হাজার ২৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মোজাম্মেল হক নৌকা প্রতীকে ৪ হাজার ৪৬৫ ভোট পেয়েছেন।

সিংগিমারী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত মনোয়ার হোসেন নৌকা প্রতীকে ৫ হাজার ৭৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমজি মোস্তফা চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৬৮ ভোট।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত আবু বক্কর সিদ্দিক শ্যামল নৌকা প্রতীকে ৮ হাজার ৮২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন খন্দকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ১২৮ ভোট।

সানিয়াজান ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবুল হাসেম তালুকদার নৌকা প্রতীকে ৪ হাজার ৮৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৫৬ ভোট।

ডাউয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মশিউর রহমান ৬ হাজার ১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রেজ্জাকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৬২ ভোট।

পাটিকাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মজিবুল আলম নৌকা প্রতীকে ৪ হাজার ৭৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সফিয়ার রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট।

টংভাংগা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সেলিম হোসেন নৌকা প্রতীকে ১০ হাজার ৪৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সাতা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৩২ ভোট।

সিন্দুর্না ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খতিব উদ্দিন আনারস প্রতীকে ৫ হাজার ৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপা মনোনীত তৌহিদ হাসান খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৯৩ ভোট।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।