ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমোহনে ইউপি নির্বাচনে ৭৬ প্রার্থীর মনোনয়পত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
লালমোহনে ইউপি নির্বাচনে ৭৬ প্রার্থীর মনোনয়পত্র দাখিল

ভোলা: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, সদস্য পদে ৫০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন রয়েছেন।

 

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার (১৬ জানুয়ারি) রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।  

রিটার্নিং অফিসার আমির খসরু গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

বদরপুর ইউপি নির্বাচনে ১৭ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৫ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১০ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।

এদিকে নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। চায়ের কাপে চলছে আলোচনার ঝড়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।