ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দিনাজপুরে ২১ ইউপির ১০টিতে নৌকার পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
দিনাজপুরে ২১ ইউপির ১০টিতে নৌকার পরাজয়

দিনাজপুর: দিনাজপুরের ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নৌকা, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপির ৫টিতে, ১টিতে জামায়াতের এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক।

সদর উপজেলা:

দিনাজপুরের সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন ৪ জন, স্বতন্ত্র (আ. লীগের বিদ্রোহী) প্রার্থী ৩ জন এবং স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী ২ জন বিজয়ী হয়েছেন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল লতিফ, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী অভিজিৎ বসাক বিজয়ী হয়েছেন, ৪ নম্বর শেখপুরা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মমিনুল ইসলাম, ৫ নম্বর শশরা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মকছেদ আলী রানা, ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল, ৭ নম্বর উথরাইল ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন, ৮ নম্বর শংকরপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান, ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক এবং ১০ নম্বর কমলপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আহচান হাবিব সরকার।

বিরল উপজেলা:

বিরল উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৪ জন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী ২জন বিজয়ী হয়েছেন।

উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোসলেম উদ্দিন, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহেদ আলী, ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ মামুন, ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী নুর ইসলাম, ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবুর কাশেম এবং ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আল্লামা আজাদ ইকবাল।

ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ২ জন, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঘোড়াঘাট উপজেলা:

উপজেলার ১নম্বর বুলাকিপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সদের আলী, ২নম্বর পালশা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কবিরুল ইসলাম, ৩নম্বর সিংড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাত হোসেন এবং ৪নম্বর ঘোড়াঘাট ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান ভুট্টু।

বীরগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একজন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী একজন বিজয়ী হয়েছেন।

বীরগঞ্জ উপজেলা:

উপজেলার ৩নম্বর শতগ্রাম ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান মতি এবং ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।