ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৩৮ ইউপি ভোটের প্রচার শেষ মধ্যরাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
১৩৮ ইউপি ভোটের প্রচার শেষ মধ্যরাতে

ঢাকা: সপ্তম ধাপে অনুষ্ঠেয় ১৩৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সব ধরনের প্রচার শেষ হচ্ছে শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টায়।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।

এক্ষেত্রে প্রচার বন্ধ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। এ হিসেবে ভোটের প্রচার বন্ধ করতে হবে শনিবার রাত ১২টার মধ্যে।

এক্ষেত্রে মোটরসাইকেল চলাচলও বন্ধ করতে হবে একই সময় থেকে। এছাড়া অন্যান্য যন্ত্রচালিত যান চলাচল বন্ধ থাকবে আগামী ৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ৭ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।

ইতোমধ্যে ছয় ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপে আটটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২ 
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।