ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লায় ভোটকেন্দ্রে ইভিএম ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
কুমিল্লায় ভোটকেন্দ্রে ইভিএম ভাঙচুর

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নে ইভিএম ভাঙচুর ও প্রিজাইডিং কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ইউনিয়নের নামতলা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

তিনি জানান, একদল সন্ত্রাসী কেন্দ্রে হামলা করে ইভিএম ভাঙচুর করে। ঘটনার সময় স্থানীয় ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার  প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।

আর স্থানীয়দের অভিযোগ,  ইভিএম ভাঙচুরের পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তাকেও মারধর করা হয়েছে ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য যাচাই-বাছাই শেষে হামলার ঘটনায় জড়িতদের নামে বুড়িচং থানায় মামলা করা হবে।

উল্লেখ্য, সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং  উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ১০৩টি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। শুধুমাত্র ময়নামতি ইউনিয়নেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

বাংলাতেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।