ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারী নির্যাতক যেন প্রার্থিতার সুযোগ না পায়, সিইসিকে মহিলা পরিষদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মে ১৬, ২০২২
নারী নির্যাতক যেন প্রার্থিতার সুযোগ না পায়, সিইসিকে মহিলা পরিষদ

ঢাকা: নারী নির্যাতন মামলার আসামিকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার (১৬ মে) সংগঠনের নেতারা নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ দাবি জানান।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো- নির্বাচনী পুরো প্রক্রিয়াটায় নারীরা যেনো স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারেন, সেই রকম একটি নির্বাচনী পরিবেশ যেন তৈরি করা হয়। ’

তিনি বলেন, ‘বিশেষ করে ভোটকেন্দ্র যদি বাড়ানো হয়, তাহলে নারীদের নিরাপত্তাটা একটু বাড়তে পারে। নারীরা যেনো ভোট দিতে ঠিক মতো কেন্দ্রে যেতে পারে, সেজন্য ভোটের আগে থেকে যে প্রেসার থাকে, ভোটের পরবর্তীতে যে নির্যাতনগুলো হয়, সেগুলোর বিষয়ে আগে থেকেই একটি প্রটেক্টিভ মেজার নিয়ে রাখতে বলেছি। এছাড়া ‘প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যেনো এটা খেয়াল রাখা হয়, যারা ঋণখেলাপি, মামলার আসামি, যারা নারী নির্যাতন মামলার আসামি, যারা নারীর স্বাধীনতার বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক, যারা সাম্প্রদায়িকতা উস্কাচ্ছে তারা যেনো নির্বাচনে প্রার্থী হতে না পারেন। সেই দিকে যেনো উনাদের নজর দিতে বলেছি। '

তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে প্রত্যেক নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি। সেখানে মূল কথাটা হচ্ছে, নারীরা যেনো নির্বাচন প্রক্রিয়ায় যথাযথভাবে সম্পৃক্ত হতে পারেন। নির্বাচনের সময় দায়িত্বে থাকা নারী কর্মকর্তাদের নিরাপত্তার কথাও বলেছি। '

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. ফওজিয়া মোসলেম বলেন, 'আমাদের দাবি দাওয়ার সঙ্গে সিইসি একমত। সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে তার যতটুকু ক্ষমতা রয়েছে, তার মধ্যে থেকে যতটুকু করা যায়, তা করার চেষ্টা করবেন বলে আমাদের জানিয়েছেন। '

সিইসির সঙ্গে মহিলা পরিষদের সাত সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৬, ২০২২
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।