ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাংনী পৌরসভার উপ-নির্বাচনে পাঞ্জাবি প্রতীকের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জুলাই ২৭, ২০২২
গাংনী পৌরসভার উপ-নির্বাচনে পাঞ্জাবি প্রতীকের জয়

মেহেরপুর: গাংনী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে মো. আব্দুল মুতালেব হোসেন বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

পাঞ্জাবি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮১৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর বদরুল আলম বদু টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৭ ভোট।  

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

গাংনী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মোট ২৪৬২ ভোটের মধ্যে ১৬৬১ ভোট পোল হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ কাউন্সিলর মকছেদ আলী স্ট্রোক করে মারা যান। এতে তার পদটি শূন্য ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।