ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দশ দিনে ‘ফিডব্যাক’র সাত কনসার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
দশ দিনে ‘ফিডব্যাক’র সাত কনসার্ট

বছর প্রায় শেষ, জমজমাট হচ্ছে শীতকাল। আর শীতকাল মানেই ছুটি, ভ্রমণ, আনন্দ আর কনসার্ট।

মিউজিক আর গান ছাড়া যাদের চলেই না তাদের কাছে ডিসেম্বর হলো পূর্ণিমার চাঁদ হাতে পাওয়া।

তাই প্রতি বছরের মতো এবারো শীতের আমেজে জমতে শুরু করেছে কনসার্ট। এবার দশ দিনেই সাত কনসার্টে অংশ নিতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন দলের অন্যতম সদস্য ফুয়াদ নাসের বাবু ও সুজন আরিফ।  

তারা জানায়, শুক্রবার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে একটি কনসার্টে অংশ নিচ্ছে ব্যান্ড ‘ফিডব্যাক’। কনসার্টে অংশ নিতে তারা বর্তমানে ঢাকার পার্শবর্তী এই জেলায় অবস্থান করছেন।  

জানা গেছে, ২৪ ডিসেম্বর ঈশ্বরদীর একটি স্কুলে গাইবে ‘ফিডব্যাক’। এরপর ২৮ ডিসেম্বর চট্টগ্রাম, ২৯ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়াম, ৩০ ডিসেম্বর চট্টগ্রাম বোর্ড ক্লাব, ৩১ ডিসেম্বর সাইমন হোটেল- কক্সবাজারে গাইবে দলটি।  

এছাড়া আসছে বছরের শুরুর দিন অর্থাৎ, ২০২৩ সালের ০১ জানুয়ারি চট্টগ্রামে আরো একটি অনুষ্ঠানে অংশ নিবে  ‘ফিডব্যাক’। এর মাধ্যমে কনসার্টের মধ্য দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড দলটি।  

প্রসঙ্গত, বর্তমানে ‘ফিডব্যাক’ দলটিতে আছেন ফোয়াদ নাসের বাবু, লতিফুল আহমেদ লাবু, টনি সোহা, দানেশ, রাইহান আল হাসান, শাহানুর রহমান লুমিন ও সুজন আরিফ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।