ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

বঙ্গবাজারের পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বঙ্গবাজারের পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি লুঙ্গি কিনেছেন তাহসান খান। এই জনপ্রিয় অভিনেতা-গায়ক লুঙ্গিটি কিনেছেন এক লাখ টাকায়।

স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছে। আর এই ফাউন্ডেশন কাছ থেকে বুধবার (০৫ এপ্রিল) পোড়া লুঙ্গিটি কেনেন তাহসান।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে দেওয়া এক পোস্টে বিদ্যানন্দ বিষয়টি জানিয়েছে।

‘লুঙ্গির দাম এক লাখ টাকা!’ শিরোনামে ওই পোস্টে বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে।

পোস্টে তারা আরো জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) পুড়ে যাওয়া কাপড় কেনার পরিকল্পনাটি তাহসানকে জানিয়েছিল বিদ্যানন্দ। মূলত সে আহ্বানে তিনি সাড়া দিয়েছেন তিনি। বিদ্যানন্দের এমন উদ্যোগের সঙ্গে তাহসান থাকবেন বলে সংস্থাটিকে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।