ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

‘প্রিয়তমা’র প্রথম পোস্টার

শাকিবের চুলে ঝুঁটি, ঠোঁটে সিগারেট: নেই সতর্কবার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, মে ১০, ২০২৩
শাকিবের চুলে ঝুঁটি, ঠোঁটে সিগারেট: নেই সতর্কবার্তা ‘প্রিয়তমা’র প্রথম পোস্টারে শাকিব খান

শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন ভারতের পশ্চিমবঙ্গের টিভি অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার নাম ‘প্রিয়তমা’।

পরিচালনায় হিমেশ আশরাফ, প্রযোজনা করছেন আরশাদ আদনান।

নির্মাতা হিমেশ আশরাফ জানিয়েছেন, বুধবার (১০ মে) থেকে পুরান ঢাকায় শুটিং শুরু হয়েছে। সেখানে শাকিব অংশ নিয়েছেন। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে শুটিংয়ে যোগ দেবেন ইধিকা।  

এদিকে, দৃশ্যধারণের শুরুর দিনেই প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম পোস্টার। যেখানে লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব।

এই পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, ‘যাত্রা শুরু’। সেই সঙ্গে হ্যাসট্যগ দিয়ে যুক্ত করেন, ‘প্রিয়তমা’, ‘ঈদুল আজহা’।

সেই পোস্টার সামনে আসতেই শাকিব খানের প্রশংসা করছেন অনেকে। আবার জানাচ্ছেন শুভ কামনা। তবে ধূমপানের বিষয়ে সতর্ক মূলক বার্তা দেওয়া না থাকার বিষয় নিয়েও অনেকে কথা বলছেন।  

জানা গেছে, ‘প্রিয়তমা’ সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা এক মাস কাজ করে এর শুটিং করবেন শাকিব খান।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।