দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউড তারকা অভিষেক বচ্চন।
বাণিজ্যিকভাবে সফল একাধিক সিনেমাতে অভিনয় করেও তিনি কোনো পুরস্কার পাননি।
এবার পুরস্কার হাতে পেয়ে আবেগ সামলাতে পারেননি ৪৯ বছরের ওই অভিনেতা।
মঞ্চে ওঠেই বাবা অমিতাভ বচ্চন ও মেয়ে আরাধ্যার নামোল্লেখ পুরস্কারটি তাদের নামে উৎসর্গ করেন অভিনেতা।
এ সময় মা জয়া বচ্চন, দিদি শ্বেতা বচ্চন এবং ভাগ্নি নব্যা নভেলি নন্দা উপস্থিত থাকলেও তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যাকে কোথাও দেখা যায়নি।
অভিষেকের জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে পরিবারের প্রিয়জনের অনুপস্থিতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও আরাধ্যা নেই কেন?
আরেকজন লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীরাই আজ পাশে নেই।
গত এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে বলিউডে।
এ বিষয়ে ওই তারকা দম্পতির কেউই কোনো ধরনের মন্তব্য করেননি বরং একসঙ্গে উপস্থিত হয়ে বিচ্ছেদকে গুজব বলে প্রমাণ করেছেন তারা।
এবার অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও আরাধ্যার অনুপস্থিতি যেন সেই পুরোনো প্রশ্নই তুলছে অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে।
এএটি