ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

প্রকাশ হলো ‘তারায় করে ঝিকিমিকি’র গানের ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, অক্টোবর ২৪, ২০২৩
প্রকাশ হলো ‘তারায় করে ঝিকিমিকি’র গানের ভিডিও

বাংলা ঐতিহ্যের মিশ্রনে লোক সুরে নতুন আঙ্গিকে নির্মিত হয়েছে ‘পপ ফোক’ ঘরনার গান। শিরোনাম ‘তারায় করে ঝিকিমিকি’।

সংগীত আয়োজনে ছিলেন সংগীত যুগল নীল কণ্ঠ এবং সিজে রেসি।

সময়ের আদলে সাজানো পপ ফোক ধাঁচের এ গানের কথা ও সুর সংগৃহীত।

নীলকণ্ঠ বলেন, বাংলার লোক সুরের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই মূলত সময় উপযোগী করে গানটির সংগীত আয়োজন করা হয়েছে।

তিনি  মনে করেন, পশ্চিমা সংগীতের সংমিশ্রনে লোক ধাঁচের গানটি প্রজন্মের অনুভূতিতে নতুন প্রতিধ্বনি হয়ে বাজবে। লোক সুরের সঙ্গে র‍্যাপের সংমিশ্রণ শ্রোতাদেরকে সংগীতের নতুন দিগন্তে মাতাবে। র‍্যাপ  অংশ গেয়েছেন শিল্পী আরাফাত।  

গানটির ভিডিও প্রকাশিত হয়েছে নীলকণ্ঠের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।