ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

কন্যাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, ডিসেম্বর ২৫, ২০২৩
কন্যাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া রণবীর কাপুরের কোলে ছোট্ট রাহা

অবশেষে ক্রিসমাসের দিনেই প্রথমবারের মতো একমাত্র কন্যা রাহা কাপুরকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়ার।

ক্রিসমাস উপলক্ষে কুনাল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন ওই দম্পতি।

সেখানেই ফটো সাংবাদিকদের ক্যামেরায় ছোট রাহা কাপুরকে নিয়ে পোজ দেন তার বাবা-মা।

সোমবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাস উপলক্ষে মধ্যাহ্নভোজে একত্র হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই প্রথমবারের মতো একমাত্র কন্যা রাহার চেহারা প্রকাশ্যে আনেন বলিউডের তারকা দম্পতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুই দিকে দুটি ঝুঁটি বেঁধেছে ছোট্ট রাহা।
ক্রিসমাসের থিমের সঙ্গে মিল রেখে লাল-গোলাপি ফ্রক পরেছে সে, পায়ে লাল জুতা। বাবার কোলে থেকেই রাহা এক হাত ধরে রয়েছেন মা আলিয়ার।  

গত বছর গাঁটছড়া বাঁধেন আলিয়া-রণবীর। ২০২২ সালের নভেম্বর মাসে দম্পতির কোলে আসে তাদের প্রথম সন্তান, রাহা কাপুর।  

৬ নভেম্বর উদযাপিত হয়েছে রাহার এক বছরের জন্মদিন। রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে তার ছবিও সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন আলিয়া।

সেখানে বলেছিলেন, দুই বছর বয়স না হলে রাহার মুখ দেখাবেন না কাপুর দম্পতি। কিন্তু নিজেরাই সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন অবশেষে। বড়দিনেই মা-বাবার হাত ধরে প্রকাশ্যে এলো ছোট্ট রাহা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।