ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে মিশা সওদাগরের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে মিশা সওদাগরের স্ট্যাটাস

তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কোরআন হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরলেন হাফেজ মুয়াজ মাহমুদ। আজ বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে নামার পর তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

এরপর সংবর্ধনা জানাতে ছাদখোলা বাসে করে তাকে তার মাদরাসায় নেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ধর্মপ্রাণ অনেকেই।

চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরও হাফেজ মুয়াজ মাহমুদকে শুভেচ্ছা  জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মুয়াজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত ও রাশি রাশি ফুলের শুভেচ্ছা। ’

এরপর মিশা সওদাগর লেখেন, ‘যারা কুরআন বুকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন, তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান। ’

প্রসঙ্গত, তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।

গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরের পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।  

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।  

ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।