ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

‘সেরাকণ্ঠ’ খ্যাত তিন্নির বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
‘সেরাকণ্ঠ’ খ্যাত তিন্নির বাগদান সম্পন্ন

বাগদান সারলেন সেরাকণ্ঠ খ্যাত সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। ইংরেজি নববর্ষের প্রথম দিনে মোঃ মাহবুবুর রশিদ ভূঁইয়া অর্ক’র সঙ্গে আংটি বদল করেন তিনি।

অর্ক পেশায় শিক্ষক। বাগদান আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবরা।

নতুন জীবনের পথে পা বাড়িয়ে ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত তিন্নি। ২০২৫ সালের অক্টোবর মাসের মধ্যে কাবিন’সহ বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানালেন তিন্নি।

অর্ক’কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিন্নি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, অর্কও মতো সাধারণ, বিনয়ী, মেধাবী এবং আমাকে ভীষণ কেয়ার করার মতো একজন মানুষ আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই অভিভূত, রোমাঞ্চিত। মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া। আমার বাবা-মাও ভীষণ খুশি। সবচেয়ে বড় কথা অর্ক আমাকে বুঝে, আমিও অর্ককে বুঝি। দু’জনের মধ্যে এই বোঝাপড়াটাই ভীষণ জরুরি।

অর্ক বলেন, তিন্নি আমাকে বুঝে, এটাই সবচেয়ে বড় বিষয়। আর তাকে প্রচণ্ড ভালোবাসি আমি। ভালোবাসার মধ্যদিয়েই আমাদের জীবন আমরা সুখের করে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তিন্নির কণ্ঠে বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘শত শত রাত’, ‘মেঘমালা’, ‘শরৎ আমার সিগ্ধতা’ ইত্যাদি। এছাড়া তিন্নি নারায়ণগঞ্জের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতাও করছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।