২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে রোববার (১৯ জানুয়ারি)। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেনস ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭৫টি দেশের মোট ২২০টি পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়েছে।
রাজধানী ঢাকার ছয়টি ভেন্যুতে উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। দর্শকরা বিনামূল্যে দেশি-বিদেশি এসব সিনেমা উপভোগ করেন।
রোববার সমাপনী অনুষ্ঠানে সেরা সিনেমার নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এদিকে, উৎসবে সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র ‘বলী’। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমার কলাকুশলীরা উপস্থিত থাকবেন। তবে বাংলাদেশ প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারছেন না এর পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। বর্তমানে তিনি কানাডায় রয়েছেন।
এ সিনেমায় বলী চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। তার সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম, এঞ্জেল। বাংলাদেশ থেকে সিনেমাটি এবার অস্কারে প্রতিনিধিত্ব করে।
সিনেমাটির প্রযোজক জানান, আগামী ফেব্রুয়ারিতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বলী’।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এনএটি/এমজেএফ