প্রতি বছর ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপিত হয়।
এরপর থেকে প্রতিবছর ৩ এপ্রিল দিনটি উদ্যাপন করা হয়। প্রতিবছর দিনটি ঘিরে বিভিন্ন আয়োজন থাকলেও এবার তেমন আয়োজন চোখে পড়েনি। বিএফডিসিতে র্যালির বাইরে আর কোনো আয়োজন হয়নি।
প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় প্রধান ফটকে এসে। এর বাইরে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনেরও কোনো উদ্যোগ চোখে পড়েনি। ঈদের ছুটির কারণে এবার তেমন আয়োজন হয়নি বলে জানিয়েছে বিএফডিসি থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।
এ বিষয়টি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান গণমাধ্যমকে বলেন, ঈদের ছুটির জন্য তেমন কোনো আয়োজন এবার হয়নি। আমরা একটি র্যালির আয়োজন করেছিলাম।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এনএটি