বাগদান সারলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে অভিনেত্রীন।
এদিন অভিনেত্রীর পরনে সরু হাতার সাদা গাউন। খোলা ঢেউ খেলানো চুল ও কানে ছিমছাম ঝোলা দুল। অনামিকায় হিরের আংটি। সঙ্গে হালকা প্রসাধনী ছিল। অন্যদিকে, সুমিতের পরনে সাদা শার্ট।
বেশ কয়েকটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে ঋতাভরী লেখেন, অতঃপর, আমি হ্যাঁ বলেছি। পরস্পরকে বাকি জীবনটা ভালোবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি আর আমার ‘মিস্টার রাইট’-এর বাগদান হয়ে গেছে।
সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।
জানা গেছে, বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন তারা। অনুষ্ঠান হবে রোয়া। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণ ভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।
দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনের পালে হাওয়া দিয়েছিলেন ঋতাভরী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন। তার পর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষের।
উল্লেখ্য, সুমিত অরোরা শাহরুখ খানের ‘জাওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ সিনেমার সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এনএটি