বিশ্ব বিখ্যাত পপ তারকা শাকিরা মঞ্চে মানেই দর্শকদের মাঝে উন্মাদনা। এবার কানাডাতেও দেখা গেল একই দৃশ্য।
কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত কনসার্টে গানের সঙ্গে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যান শাকিরা! তবে তিনি তো সুপারস্টার, পড়ে গিয়েও ভ্রূক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ফিরলেন নিজের পারফরম্যান্সে। এই ঘটনায় শাকিরার অনুরাগীরা প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে তার ‘কামব্যাক’ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সবার মুখে একটাই কথা- শাকিরাই সেরা।
বর্তমানে নিজের মিউজিক্যাল সফরে বিশ্বভ্রমণ করছেন শাকিরা। এ সফরের নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’ অর্থাৎ ‘মেয়েরা আর কাঁদবে না’। সম্প্রতি কানাডায় সফরসূচিতে রয়েছেন শাকিরা।
সাকিরার কানাডার কনসার্টের ভিডিও ভাইরাল হতেই প্রশংসার বন্যা সামাজিকমাধ্যমে। সামাজিকমাধ্যমে শাকিরার অনুরাগীরা লেখেন, ‘শাকিরা সবসময় সেরা’। কারও মন্তব্য, ‘আপনার শক্তিই আপনার সৌন্দর্য। ’ কেউ আবার লেখেন, ‘পেশাদারিত্ব কাকে বলে, তার চূড়ান্ত নিদর্শন দেখালেন তিনি। আশা করি, পড়ে গিয়েও সুস্থ আছেন তিনি। ’
গেল বছরের এপ্রিল মাসে ঘোষণা করা হয় শাকিরার ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’ সফরটি। একই নামের অ্যালবামের মুক্তির পরপরই এ নামে সফরের ঘোষণা দেন শাকিরা। এটি শাকিরার ১২তম স্টুডিও অ্যালবাম, যেখানে তিনি তার ব্যক্তিগত যন্ত্রণার অধ্যায় পেরিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।
গায়িকা এ সফরে উত্তর আমেরিকার সূচিতে এরপর টরন্টো, বস্টন, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস এবং সান ফ্রান্সিসকো শহরে পারফরম করবেন। এরপর আগস্ট ও সেপ্টেম্বর মাসে যাবেন মেক্সিকোতে এবং নভেম্বরে ফিরবেন পেরুতে।
এনএটি