নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শুটিংয়ের মাঝেই চোখে প্রবল যন্ত্রণা শুরু হয় তার।
নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা। তিনি জানিয়েছেন, তার চোখের কর্নিয়ায় ক্ষতি হয়েছে। রীতিমতো যন্ত্রণায় কাতর তিনি।
স্বস্তিকা আরও লেখেন, আমি জানতাম যা হয় তা ভালোর জন্যই হয়। কিন্তু গতকাল আমার আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র শুটিং চলাকালীন আমি মারাত্বক যন্ত্রণায় ছটফট করতে শুরু করি। সঙ্গে সঙ্গে আমাকে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি কর্নিয়া ড্যামেজের মতো সমস্যার সঙ্গে লড়াই করছি। কীভাবে এই অবস্থা হল আমি জানি না। আমি দুনিয়ার সব থেকে বড় সমস্যার সঙ্গে লড়াই করছি।
স্বস্তিকা লেখেন, আমি আমার নতুন সিনেমার সব সহ-অভিনেতা, অভিনেত্রীকে ধন্যবাদ জানাবো এই পরিস্থিতিতে আমকে সহযোগিতা করার জন্য। এই সিনেমাটি আমার কাছে ভীষণ স্পেশাল এবং আমি এটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে চাই যে কোনও পরিস্থিতিতেই। পরিচালক, প্রযোজক প্রত্যেকেই আমার সঙ্গে ভীষণ সহযোগিতা করছেন। আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই শুটিংয়ের পরিকল্পনা করছে। আমি যথাসম্ভব আমার চোখের যত্ন নেওয়ার পাশাপাশি সঠিকভাবে শুটিং চালিয়ে যাওয়ারও চেষ্টা করছি।
স্বস্তিকা দত্ত নিজের শারিরীক অবস্থা জানিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানান, তার ডান চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গতকাল রাতে শুটিং করেছেন। আজ ও আগামীকাল যদিও শুটিং বন্ধ রয়েছে। আগামী ৬ জুলাই থেকে আবারও শুরু হবে শুটিং। এই মুহূর্তে চোখের চিকিৎসা চলছে। অন্তত ১০-১৫ দিন সময় লাগবে সুস্থ হতে। দৃষ্টিশক্তি ঠিক হতে আরও বেশি সময় লাগতে পারে।
হরর কমেডি সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, শ্রুতি দাস প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়।
এনএটি