ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শ্রেষ্ঠ নাট্যকার হলেন অর্পনা রানী রাজবংশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, সেপ্টেম্বর ২, ২০২৫
শ্রেষ্ঠ নাট্যকার হলেন অর্পনা রানী রাজবংশী

এবার শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেলেন অর্পনা রানী রাজবংশী। সম্প্রতি ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’-এ এই পুরস্কারে ভূষিত হন তিনি।

 

সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় অর্পনা রানী রাজবংশী’র হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন কাজী হায়াৎ ও সৈয়দ মার্গুব মোর্শেদ।  

অর্পনা রানী রাজবংশী বলেন, সিস্টার মাদার তেরেসা দীন-দরিদ্র সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং সমাজ বদলে মানুষের পাশে থেকেছেন আজীবন। এমন একজন মহিয়সী নারী বর্তমান সমাজে খুবই দরকার। তার জীবনী এবং কর্মযজ্ঞ মানুষের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে। কর্তৃপক্ষ এমন সুন্দর একটি আয়োজনের মাধ্যমে যে পুরস্কারে আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদসহ অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।  

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।