আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত-সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।
এ বছর ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ নাট্যকারের পুরষ্কারে ভূষিত হলেন অর্পনা রানী রাজবংশী।
এই আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। চিত্রনায়ক আলীরাজ নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ অর্পনা রানী রাজবংশীর হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরষ্কার গ্রহণকালে অর্পনা রানী রাজবংশী বলেন, এই পুরষ্কার শুধু আমার পাওয়া নয়, এর ভাগিদার আমাদের দর্শকরাও। কেননা, দর্শকরা আমার চিত্রনাট্যে নির্মিত নাটক ভালোবাসে বিধায়ই আজকে আমার এই সম্মান আমাকে এজেএফবি কর্তৃপক্ষ প্রদান করেছে।
অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন চিত্রনায়ক আলীরাজ।
এছাড়া আরও অ্যাওয়ার্ড পেয়েছেন নায়ক নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহিসহ অনেকেই।
এনএটি