মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে সম্প্রতি ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে আলোচনা সভা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হন মোঃ ফাহাদ।
সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় মোঃ ফাহাদ-এর হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ ও সৈয়দ মার্গুব মোর্শেদ।
নির্মাতা মোঃ ফাহাদ বলেন, আর্তের সেবায় নিজেকে জীবনের শেষ দিন অবধি নিয়োজিত রেখেছিলেন মাদার তেরেসা। এমন উদারতার মানুষের জন্মদিনে এসে আমরা অনুপ্রাণিত হই। আর যখন এ উপলক্ষে আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়, তখন একদিকে অনুপ্রেরণা অন্যদিকে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পায়। আমরা যেন মাদার তেরেসার জীবনী থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশায়। ’
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদসহ অনেকেই। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
এনএটি