নারীদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। অনেক নারীর জীবনেই হেনস্থার অভিজ্ঞতা রয়েছে।
সেই হেনস্থাকারীর সঙ্গে কী করেছিলেন, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন ফাতিমা। তিনি জানান, ওই ঘটনার পর থেকে তিনি অতিরিক্ত সতর্ক থাকতেন।
তার কথায়, একবার এক ব্যক্তি আমাকে খুব খারাপ ভাবে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারে এবং আমি পড়ে যাই।
এরপর থেকে চলতে ফিরতে আরও সতর্ক হয়ে যান বলে জানান ফাতিমা। তিনি বলেন, এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কী ভাবে প্রতিক্রিয়া জানাব।
আরও একটি অভিজ্ঞতার কথা জানান ফাতিমা। করোনা অতিমারীর সময়ে মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন তার পিছু নিয়েছিলেন এক টেম্পো চালক। ফাতিমাকে দেখে অদ্ভুত শব্দ করছিলেন তিনি।
শুধু তাই নয়, বাড়ির গলিতে প্রবেশ না করা পর্যন্ত ওই লোক পিছু নিয়েছিলেন বলেও জানান ফাতিমা।
এনএটি