ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

স্ত্রীকে ‘মা’ বলে ডাকেন সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জুলাই ২২, ২০২৫
স্ত্রীকে ‘মা’ বলে ডাকেন সঞ্জয় দত্ত!

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন সিনেমার গল্পর চেয়েও কম নয়। বিভিন্ন সময়ে নানা বিতর্কে নাম জড়িয়েছে তার।

তবে ব্যক্তিগত জীবনে মান্যতার সঙ্গে ঘর বেঁধে সুখী জীবন পার করছেন তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) মান্যতার জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীকে ‘মা’ বলে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্ত।  

সামাজিকমাধ্যমে স্ত্রীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সঞ্জয় দত্ত। এর ক্যাপশনে তিনি লেখেন, শুভ জন্মদিন মা। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার পরামর্শদাতা, আমার স্তম্ভ। সৃষ্টিকর্তা সবসময় তোমাকে সুখে ও শান্তিতে রাখুক। মা, আমি তোমাকে ভালোবাসি।

এ পোস্টের শেষে সঞ্জয় লেখেন, মান্যতা। মূলত, এরপর থেকে সঞ্জয় দত্তের ‘মা’ সম্বোধন করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সঞ্জয়-মান্যতার মাতৃভাষা হিন্দি। এ ভাষায় মাকে ‘মা’ অথবা ‘মাতা’ বলা হয়ে থাকে। এ হিসাব কষে নেটিজেনরা বলছেন, স্ত্রীকে ‘মা’ বলে সম্বোধন করেছেন সঞ্জয়।  

এক সময় ছন্নছাড়া জীবন ছিল সঞ্জয় দত্তের। মাদক আর অন্ধকার জগতে তার বসবাস ছিল। সেখান থেকে সঞ্জয়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন স্ত্রী মান্যতা। সুখের সংসার গড়েছেন। ২০২০ সালে ক্যান্সার আক্রান্ত হন সঞ্জয় দত্ত। তখন তার পাশে ছিলেন মান্যতা। সব কিছু মিলিয়ে স্ত্রীর ওপর অগাধ ভরসা সঞ্জয়ের। তাই স্ত্রী মান্যতাকে ‘মা’ বলে ডাকতে দ্বিধাবোধ করেননি সঞ্জয়।  

উল্লেখ্য, ১৯৮৭ সালে রিচা শর্মাকে প্রথম বিয়ে করেন সঞ্জয় দত্ত। মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে মারা যান রিচা। ১৯৯৮ সালে মডেল রিয়া পিল্লাইকে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।