ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

হোটেলে পাওয়া গেল অভিনেতার নিথর দেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, আগস্ট ২, ২০২৫
হোটেলে পাওয়া গেল অভিনেতার নিথর দেহ

মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস আর নেই। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কোচির চোট্টানিক্কারার একটি হোটেলের ঘর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

হোটেলের কর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কালাভাবন। শনিবার কালামাসেরি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত হবে।

সূত্রের খবর, মালয়ালাম ফিল্ম প্রকামবনম-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা  ডাকতে তার ঘরে যান। এ সময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তারাই পুলিশকে খবর দেন।

পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনও চিহ্ন মেলেনি।  

মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয় ছিলেন।

১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে শুরু করেন তিনি। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল। এ ছাড়া একাধিক টিভি শো করেছেন তিনি। তার স্ত্রী রেহানা এবং ভাই কালাভাবন নিয়াসও অভিনয় করেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।