ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে টিভি আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, আগস্ট ৬, ২০২৫
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে টিভি আয়োজন

আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো।

এই প্রতিবেদনে তুলে ধরা হলো নির্বাচিত কয়েকটি চ্যানেলের আয়োজন সম্পর্কে।

বিটিভি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনে থাকছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠানসহ নানা আয়োজন। বেলা ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান। বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’। উপস্থাপনায় লাবণ্য। নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম ও সৈয়দা শায়লা আহমেদের পরিচালনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় আটটি গানে নাচবেন নৃত্যশিল্পীরা। রবীন্দ্রনাথের লেখা শিশুতোষ গান, ছড়াগান, কুইজ, চিত্রাঙ্কন ও তার জীবনীর সংকলন নিয়ে শিশুতোষ অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যা ৭টায় রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান।

রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে নাটক ‘দুর্বুদ্ধি’ প্রচারিত হবে রাত ৯টায়। শাহজামান মিয়ার নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রিনা রহমান, ইমরান হাসো, সোলায়মান খোকা, শিরিনা বীথি, তরিকুজ্জামান তপন, আখতার হোসেন, আরজুমান আরা বকুল প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে একজন গ্রাম্য ডাক্তার নিজের স্বার্থ হাসিলের জন্য ভুল বুঝিয়ে এক ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান। গল্পে ডাক্তাররূপী মানুষের কপটতা, স্বার্থপরতা ও নির্বুদ্ধিতার দিক তুলে ধরা হয়েছে। রাত ১০টায় রয়েছে রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্য নিয়ে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’। উপস্থাপনা তানজিন তমা। রাত ১১টা ৫ মিনিটে রয়েছে রবীন্দ্রনাথের গান নিয়ে দ্বৈত সংগীতের অনুষ্ঠান।

চ্যানেল আই
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আই ৫ দিনব্যাপী ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব প্রচার করছে। প্রচার হচ্ছে প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে। ২ আগস্ট ড. অণিমা রায় শুনিয়েছেন রবীন্দ্রনাথের ভাঙা গান, ৩ আগস্ট স্বাতী সরকার ও আজিজুর রহমান তুহিন গেয়েছেন রবীন্দ্রনাথের বাউল গান, ৪ আগস্ট শিমু দে ও নির্ঝর চৌধুরী পরিবেশন করেছেন রবীন্দ্রনাথের ছোটদের গান, ৫ আগস্ট বুলবুল ইসলাম ও দেবলীনা সুর পরিবেশন করেন রবীন্দ্রনাথের দেশের গান। আজ প্রচারিত হবে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান নান্টু।

বেলা ১১টা ৩০ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত প্রচারিত হবে রবীন্দ্রবিষয়ক আলোচনা, গান ও রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ’। চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লিপিকা’ থেকে অনুপ্রাণিত বিশেষ টেলিফিল্ম ‘অরণী’। অভিনয়ে সজল নূর, আইশা খান, দীপা খন্দকার, শাহেদ আলী প্রমুখ।

বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে অণিমা রায়ের পরিবেশনায় আমেরিকা ও থাইল্যান্ডে চিত্রায়িত সংগীতানুষ্ঠান ‘অশ্রুনদীর সুদূরপারে’। বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘গণমানুষের রবীন্দ্রনাথ’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রয়েছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘কবিগুরু তুমি রবে নীরবে’।

বাংলাভিশন
বিকেল ৫টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শিল্পী ড. অণিমা রায়। সম্মেলক সংগীতে অংশ নিয়েছেন সুরবিহারের শিল্পীরা এবং বৃন্দ আবৃত্তিতে অংশ নিয়েছেন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফেরদৌস বাপ্পী, প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক ক্লাব’। অনুষ্ঠানে গান শোনাবেন সংগীতশিল্পী দেবলীনা সুর। আলোচনা এবং গান পরিবেশনার মাধ্যমে তিনি তুলে ধরবেন রবীন্দ্রসংগীতের গভীরতা, বহুমাত্রিকতা এবং রবীন্দ্রচেতনার চিরন্তন আবেদন। বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি পরিচালনা করবেন কাওনাইন সৌরভ।

দুরন্ত টিভি
সকাল ৮টায় দুরন্ত টিভি প্রচার হয় নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন ‘সাধনা’র শিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রয়। অনুষ্ঠানটির পরিচালক পার্থ প্রতিম হালদার।

বেলা ১১টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’। ১০টায় প্রচারিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’। নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকঘর’।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।