ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

বিনোদন

গর্ভাবস্থায় রাধিকাকে ডাক্তার দেখাতে দেননি প্রযোজক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, আগস্ট ৮, ২০২৫
গর্ভাবস্থায় রাধিকাকে ডাক্তার দেখাতে দেননি প্রযোজক! রাধিকা আপ্তে

প্রযোজকের দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি জানিয়েছেন,যখন গর্ভবতী ছিলেন, তখন প্রযোজকরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

রাধিকার দাবি, দেশের প্রযোজকরা নাকি তার গর্ভাবস্থার খবর শুনে খুশি হননি। অন্যদিকে, বিদেশী প্রযোজকরা সামাজিকমাধ্যমে পোস্ট শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। রাধিকা আরও জানিয়েছেন, একজন প্রযোজক তাকে ডাক্তার দেখাতে যেতে দেননি।

নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ লাইভ এসে রাধিকা বলেন, আমি যে ভারতীয় প্রযোজকের সঙ্গে কাজ করছিলাম তিনি আমার গর্ভাবস্থার খবরে খুশি হননি। আমার ওজন বেড়ে যাওয়া সত্ত্বেও তিনি আমাকে টাইট পোশাক পরতে বাধ্য করেছিলেন।

রাধিকা আরও বলেন, আমি তিন মাসের গর্ভবতী ছিলাম। আমার প্রচণ্ড খিদে পেত, তাই আমি প্রচুর খেতাম এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন, কিন্তু আমার দিকটা বোঝার পরিবর্তে, সেই প্রযোজক আমাকে নানা ভাবে বিব্রত করতেন। আমি তা সহ্য করতাম, কিন্তু যখন সেটে ব্যথা হত, আমি অস্বস্তি বোধ করতাম, তখন তিনি আমাকে ডাক্তার দেখাতে যেতেও দেননি। তার এই আচরণ আমাকে সত্যিই হতাশ করেছিল।

সাক্ষাৎকারের সময়, রাধিকা হলিউডের একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন। রাধিকা জানান, হলিউডের চলচ্চিত্র নির্মাতাকে যখন তিনি জানান যে, গর্ভবতী এবং তার ওজন বাড়ছে, তখন চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘এতে কিছু যায় আসে না। আপনি গর্ভবতী এবং এই সব কিছুই স্বাভাবিক। ’

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।