ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

যে ধরনের পুরুষদের দেখছি তাতে বিয়ের ইচ্ছে করে না: ডেইজি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, আগস্ট ২৪, ২০২৫
যে ধরনের পুরুষদের দেখছি তাতে বিয়ের ইচ্ছে করে না: ডেইজি ডেইজি শাহ

‘আমি বিয়ে না করেও ঠিক আছি- আমার মা-ও এখন এটা মেনে নিয়েছেন। আমি এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না।

’- কথাগুলো বলেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।

ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন ডেইজি শাহ। এ আলাপচারিতায় বিয়ে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে জানিয়েছেন, তিনি নিরাপদ ও আত্মনির্ভরশীল। সুতরাং কোনো পুরুষের প্রয়োজন নেই।  

ব্যাখ্যা করে ডেইজি শাহ বলেন, আমার জীবনে যেসব পুরুষ এসেছে, তারা সবসময় আমার পরিবারের ‘পুরুষ’ হতে চেয়েছে; এটা আমার একদমই পছন্দ হয়নি। এটা আরো কঠিন হয়ে উঠছে। কারণ আমি যাদের সঙ্গে পরিচিত হচ্ছি, তাদের অনেকেই ‘শক্তিশালী নারীদের’ সহ্য করতে পারে না। তাদের মাঝে একধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। আমি আমার জীবনে এতটাই নিরাপদ ও আত্মনির্ভরশীল যে, আর্থিকভাবে পূর্ণ হওয়ার জন্য কোনো পুরুষের দরকার নেই।

আগের দিনে নারীদের পরিস্থিতি উল্লেখ করে ডেইজি শাহ বলেন, আগের দিনে ‘সেটেল’ মানে ছিল, কোনো পুরুষকে বিয়ে করে আর্থিকভাবে নিরাপত্তায় থাকা এবং সন্তান নেওয়া। কিন্তু এখন দিন বদলেছে। যদিও মেট্রোপলিটন শহরের অনেক নারী এই মানসিকতা থেকে বের হয়ে এসেছে, ছোট শহরগুলোতে এখনো এমনটা দেখা যায়।

এক সময় বিয়ের জন্য পরিবার থেকে চাপ দিতেন। বিষয়টি স্মরণ করে ডেইজি শাহ বলেন, বিয়ের জন্য আমার মা আর বোন আগে জোর করতেন। কিন্তু আমার কাকা বলতেন, ‘সে তো স্বাধীন মেয়ে। সে যখন নিজের জন্য ভালো করছে, তখন কেনই বা সে সেটেল হবে। ’

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে লিডিং লেডি হিসেবে বলিউডে পা রাখেন ডেইজি শাহ। অভিনয়ে এখন সরব নন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ৪০ বছর বয়সেও একা ‘জয় হো’ অভিনেত্রী।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।