ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রথম সিনেমায় ধর্মেন্দ্রর পারিশ্রমিক কত ছিল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, সেপ্টেম্বর ৭, ২০২৫
প্রথম সিনেমায় ধর্মেন্দ্রর পারিশ্রমিক কত ছিল?

বাবা ছিলেন স্কুলের শিক্ষক। বাড়ি ছিল পাঞ্জাবের লুধিয়ানার সাহনেওয়ালে।

ছেলেটার লেখাপড়ায় একেবারেই মন ছিল না। সারাদিনই নিজেকে মাতিয়ে রাখতেন দিলীপ কুমারে। হতে চাইতেন তার মতোই বিরাট বড় তারকা।

বাবার অমত থাকলেও মা চাইতেন, ছেলে অভিনেতা হবেই। তাই মায়ের সাহায্যেই যেটুকু সাহস জুগিয়েছিল ছেলেটা। তার প্রশ্রয়তেই ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে যোগ দিয়ে জিতেও যায় পুরস্কার। মায়ের থেকে মেলে অনুমতি, পা রাখেন স্বপ্নের নগরী মুম্বাইয়ে।

সেই ছেলেটি আর কেউ নন, বলিউডের এক সময়ের সুপারস্টার ধর্মেন্দ্র। ‘দিল ভি তেরা, হম ভি তেরে’ সিনেমার মাধ্যমে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এটি ১৯৬০ সালে মুক্তি পায়।

এই সিনেমায় ধর্মেন্দ্রর কত পারিশ্রমিক ছিল জানেন? শুনতে চোখ কপালে উঠতে পারে। বিভিন্ন তথ্য মতে, সিনেমাটিতে কাজ করে মাত্র ৫১ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা। একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে সেই কথাই জানিয়েছিলেন ধর্মেন্দ্র।

এই অভিনেতা জানিয়েছিলেন, শুটিংয়ের তিন প্রযোজকের কথা। বলেছিলেন, তিনটে কেবিন ছিল সেই শুটিংয়ে। সেই তিনটে কেবিনে তিনজন প্রযোজক বসতেন। তাকে বসতে দেওয়া হয় মাঝের কেবিনে। প্রত্যেক প্রযোজক এসে তার পকেটে ১৭ টাকা গুঁজে দিয়েছিলেন।

এরপর থেকে একে-একে বহু সিনেমায় সুযোগ আসতে শুরু করে ধর্মেন্দ্রর। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের সুপারস্টার। তৈরি করেন নিজের সাম্রাজ্য।

প্রসঙ্গত, ধর্মেন্দ্রর দুই পুত্র- সানি দেওল এবং ববি দেওল বলিউডের জনপ্রিয় অভিনেতা। ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী বলিউডের সু-অভিনেত্রী এবং ‘ড্রিম গার্ল’। হেমা ধর্মেন্দ্র জেষ্ঠ্য কন্যা এষাও অভিনেত্রী।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।