ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

এক অ্যালবামে চার শিল্পী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, সেপ্টেম্বর ২৩, ২০২৫
এক অ্যালবামে চার শিল্পী দোলা রহমান, অন্তরা রহমান, মাশা ইসলাম এবং সোমনুর মনির কোনাল

প্রকাশিত হচ্ছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা-সুরে এই অ্যালবামে রয়েছে মোট চারটি নতুন গান।

গেয়েছেন এই সময়ের চারজন জনপ্রিয় শিল্পী সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।

অ্যালবামে দৃশ্যের ছায়া গানটি গেয়েছেন সোমনুর মনির কোনাল, একইভাবে বুঝলাম- মাশা ইসলাম,  বোঝাপড়া শব্দটা- অন্তরা রহমান এবং থাকলে সাহস গানটি গেয়েছেন দোলা রহমান।

ব্লুজ ঘরানার এই চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বৈচিত্র অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরণের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।

অ্যালবামটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, অনেকদিন থেকেই একটা অনিশ্চিত সময় করছি। ঠিক যেটা চাই, সেটার সঙ্গে বাস্তবতা মিলছে না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সঙ্গে আলাপ করতে গিয়ে মনে হল, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর এবং সংগীতায়োজনের ধরণে যদি আরেকটু বৈচিত্র আনা যায় তাহলে শিল্পীরা আত্মিকভাবে কথার সঙ্গে নিজের বাস্তবতার সাথে সংযুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হতে যাচ্ছে। জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘দৃশ্যের ছায়া’ গানটি দিয়ে শুরু হতে যাচ্ছে এ প্রকাশযাত্রা। ‘বুঝলাম’ অ্যালবামের গানগুলো প্রকাশিত হবে গানশালা- ইকেএনসি ইউটিউবে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।