ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস: দেখুন যত ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস: দেখুন যত ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেলো ৪১তম পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। হলিউডের খ্যাতনামা তারকাদের উপস্থিতিতে এই আয়োজন হয়ে ওঠে জমজমাট ও জাঁকজমকপূর্ণ।

দর্শকভোটে বিজয়ীদের দেওয়া হয়েছে স্বচ্ছ কাচের মূর্তি। অনলাইনে ভোট দিয়ে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতে প্রিয় তারকাদের বিজয়ী করেন ভক্তরা। কেমন ছিলো এবারের আয়োজন? তারকারা কারা কী পরে এসেছিলেন? চলুন বিলবোর্ড সাময়িকীর দেওয়া অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত দেখ‍া যাক।


* সংগীত পরিবেশন করবেন মার্কিন গায়িকা ইজি অ্যাজালিয়া।


* ফল আউট বয় ব্যান্ডের সংগীতশিল্পী জো ট্রোহম্যান, প্যাট্রিক স্টাম্প, অ্যান্ডি হার্লি ও পিট ওয়েন্টজ পরিবেশন করেন তাদের জনপ্রিয় গান ‘সেঞ্চুরিস’।


* লেডি অ্যান্টিবেলাম ব্যান্ডের তিন সংগীতশিল্পী হিলারি স্কট, ডেভ হেউড ও চার্লস কেলির পরিবেশনা।


* মার্কিন অভিনেত্রী বেটি হোয়াইটকে জনপ্রিয় টিভি আইকনের পুরস্কার তুলে দিচ্ছেন টক শো উপস্থাপিকা এলেন ডিজেনারেস।


* (সাদা পোশাকে বাঁ থেকে) মার্কিন অভিনেত্রী আনা ফ্যারিস ও অ্যালিসন জেনি।


* জনপ্রিয় কান্ট্রি গানের গায়ক নির্বাচিত হয়েছেন হান্টার হেইস।


* জনপ্রিয় হিপ-হপ শিল্পীর পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত ইজি অ্যাজালিয়া।


* লেডি অ্যান্টিবেলামের তিন সদস্যের সঙ্গে হান্টার হেইসের সেলফি।


* দ্য ব্যান্ড পেরির তিন সদস্য রেইড পেরি, কিম্বার্লি পেরি ও নীল পেরি।

* গায়িকা ক্যাথারিন ম্যাকফি।


* ফল আউট বয় ব্যান্ডের তিন সদস্য ও সঙ্গী পর্টিয়া ডি রসিকে নিয়ে এলেন ডিজেনারেসের রসিকতা।


* ড্যাক্স শেফার্ড ও ক্রিস্টেন বেল।


* ফিফথ হারমনি ব্যান্ডের সদস্য অ্যালি ব্রুক, নরমানি হ্যামিলটন, লরেন জরেগুই, ডিনাহ-জেন হ্যানসেন ও ক্যামিলা ক্যাবেলো।


* মার্কিন অভিনেত্রী-গায়িকা বেলা থোর্ন।


* লালগালিচায় লেডি অ্যান্টিবেলাম ব্যান্ডের তিন সংগীতশিল্পী ডেভ হেউড, হিলারি স্কট ও চার্লস কেলির পরিবেশনা।

** দর্শকভোটে পুরস্কার জিতলেন যারা

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।