ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

মহানায়িকা স্মরণে তিন দিনের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জানুয়ারি ১৬, ২০১৫
মহানায়িকা স্মরণে তিন দিনের আয়োজন সুচিত্রা সেন

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন পৃথিবী ছেড়েছেন বছরখানেক হলো। ১৭ জানুয়ারি তার প্রথম প্রয়াণ দিবস।

বাংলা ছবির এই মহানায়িকার স্মরণে তিন দিনের চলচ্চিত্র উৎসব ও স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। শিল্পকলার জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ উৎসব শুরু হবে ১৭ জানুয়ারি। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

উৎসবের প্রথম দিন উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, লিয়াকত আলী লাকী, সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, নির্মাতা মসিহউদ্দিন শাকের, সারা আরা মাহমুদ ও জাহাঙ্গীর হোসেন চৌধুরী। এদিন বিকেল ৪টায় প্রদর্শিত হবে উত্তম কুমার-সুচিত্রা সেন জুটির ছবি ‘শিল্পী। স্মরণসভা শেষে সন্ধ্যা ৭টায় থাকবে চলচ্চিত্র ‘হারানো সুর’।

এর আগে গত বছর সুচিত্রার আরোগ্য কামনা করে ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’ শিরোনামে ১০ দিনের চলচ্চিত্র উৎসব আয়োজন করেছিলো শিল্পকলা একাডেমী।

বাংলাদেশ সময় : ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।