ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বছর দশেক পরে আবার পাশাপাশি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জানুয়ারি ২০, ২০১৫
বছর দশেক পরে আবার পাশাপাশি মৌসুমী ও এটিএম শামসুজ্জামান

মৌসুমী চলচ্চিত্রের সঙ্গে আছেন ১৯৯৩ সাল থেকে। ওই বছরই তার প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়।

আর এটিএম শামসুজ্জামানের অভিনয়ের বয়স কতো হলো, গুণে গুণে সে হিসেব করা বেশ দুষ্কর। দু’জন একই ছবিতে অভিনয় করেছেন বেশ কয়েকবার। কিন্তু মাঝে বিরতি পড়েছিলো অনেকদিনের।

হিসেব করে দেখা গেলো, এই ‘অনেক দিন’ গিয়ে ঠেকেছে দশ বছরে। পুরো একটা দশক! দেখা হয়েছে প্রায়ই। কুশল বিনিময়, গল্প, আড্ডা- হয়েছে সবই। কিন্তু একসঙ্গে দাঁড়ানো হয়নি দু’জন মিলে। দূরত্ব ঘোচালো ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিব পরিচালনা করছেন ছবিটি। এতে এটিএম শামসুজ্জামান ও মৌসুমী অভিনয় করছেন।

তারা একসঙ্গে সর্বশেষ অভিনয় করেছিলেন সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’ ছবিতে। ২০০৫ সালে মুক্তি পায় ছবিটি। সর্ব প্রথম এক ফ্রেমে দাঁড়িয়েছিলেন আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’-এ। এটি মুক্তি পায় ১৯৯৬ সালে।

বাংলাদেশ সময় : ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।