ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘কিক’ ছবিতে ১৫৪টি ভুল! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জানুয়ারি ২১, ২০১৫
‘কিক’ ছবিতে ১৫৪টি ভুল! (ভিডিও) ‘কিক’ ছবির দৃশ্যে: জ্যাকুলিন ফার্নান্দেজ এবং সালমান খান

সালমান খানের ছবি মানেই ১০০ কোটি রুপি! গত কয়েক বছর ধরে সে চিত্রই দেখা গেছে বলিউডে। এর মধ্যে সর্বশেষ ব্লকবাস্টার ছবি ‘কিক’।

বিপুল ব্যবসা করলেও ভুলের কমতি নেই এতে! ২ ঘণ্টা ২৬ মিনিট ব্যাপ্তির ‘কিক-এ মোট ১৫৪টি ভুল ধরা হয়েছে। এসব ভুল নিয়ে ইউটিউবে সাড়ে ১০ মিনিটেরও বেশি ব্যাপ্তির একটি ভিডিও ছেড়েছে বলিউড সিন্স।

নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও সাজিদ নাদিয়াড়ওয়ালা পরিচালিত ‘কিক’ শুধু ভারতেই আয় করেছে ২৩১ কোটি ৮৫ লাখ রুপি। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। গত বছরের ২৫ জুলাই এটি মুক্তি দিয়েছে ইউটিভি মোশন পিকচার্স।

* ‘কিক’ ছবির ভুলের ভিডিও : 

বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।