ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কমলাপুরে শীত বস্ত্র বিতরণ করবেন অনন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, জানুয়ারি ২১, ২০১৫
কমলাপুরে শীত বস্ত্র বিতরণ করবেন অনন্ত অনন্ত জলিল / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনন্ত জলিল এর আগেও দুঃস্থ গরীবদের পাশে দাঁড়িয়েছেন। এবারের প্রবল শীতেও তিনি দুঃস্থ ও শীতার্তদের পাশে দাড়াচ্ছেন।



‘সেভ দ্যা স্মাইল নামক’ একটি প্রতিষ্ঠানের আয়োজনে ২৩ শে জানুয়ারি বিকাল ৩টায় তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন।

শীত বস্ত্র বিতরণ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দুঃস্থ গরীব মানুষদের পাশে দাঁড়ানোর। সেভ দ্যা স্মাইলের মুখপাত্র জনাব ইয়াসিন আহমেদকে এই আয়োজনের জন্য আমি সাধুবাদ জানাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।