ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

রবীন্দ্র, নজরুল ও লোকজ গানে শুভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, জানুয়ারি ২১, ২০১৫
রবীন্দ্র, নজরুল ও লোকজ গানে শুভ শুভ

‘ডি-রকস্টার’ বিজয়ী শুভ সংগীত পরিবেশনায় যুক্ত হন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে, এককভাবেও গান করেন। চ্যানেল নাইনের ‘আইকনিক টিউনস’ অনুষ্ঠানে তিনি হাজির হবেন একাই।



জানা গেছে, বাংলা ব্যান্ড, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত এবং লোকজ গান গেয়ে শোনাবেন শুভ। ২২ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটে সাইফ উদ্দিন রিফাতের প্রযোজনায় প্রচার হবে অনুষ্ঠানটি।

শুভ বললেন, ‘নতুন বছরের শুরুতেই ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভারো লাগছে। আশা করি, আমার পরিবেশনা দর্শক-শ্রোতার কাছে উপভোগ্য হবে। ’

বাংলাদেশ সময় : ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।