ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

পাঁচ বন্ধুর আনলিমিটেড ভালোবাসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, জানুয়ারি ২৬, ২০১৫
পাঁচ বন্ধুর আনলিমিটেড ভালোবাসা (বাঁ থেকে) ইমরান, এমিলি, সিয়াম, ফারিয়া ও রনি

ইমরান, সিয়াম, রনি, এমিলি ও ফারিয়া- এরা পাঁচ বন্ধু। বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ে।

স্বভাবে পাঁচজন পাঁচ রকমের। সিয়াম শুধু পড়াশোনা করে, নোট তৈরি করে। ইমরান কটু বুদ্ধি দিয়ে বেড়ায়। রনি নিজেকে কিপ্টা প্রমাণ করে খরচ বাঁচায়। শুধু বন্ধুত্ব না, প্রেমও রয়েছে তাদের মধ্যে। সিয়াম-ফারিয়া, ইমরান-এমিলি ভালোবাসে পরস্পরকে।

কাহিনী এসব নিয়েই। লিখেছেন মাহবুব বাপ্পী, পরিচালনা ইভান রেহানের। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম ফারিয়া, ইমরান সওদাগর, এমিলি জান্নাত, রনি, কাজী উজ্জল ও শিরিন আলম। নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে সম্প্রতি। প্রচার হবে ভালোবাসা দিবসে, এশিয়ান টিভিতে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।