ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

এক সেলফিতে দুই দেশের তারকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, জানুয়ারি ২৮, ২০১৫
এক সেলফিতে দুই দেশের তারকা সেলফিতে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে বেবী

বেবী নাজনীন ইউরোপে প্রায় এক মাসের সফর শেষে ২৮ জানুয়ারি সকাল ৮টায় দেশে ফিরেছেন। আসার সময় একই ফ্লাইটে দেখা হয় পাকিস্তানের সুফি গায়ক রাহাত ফতেহ আলী খানের সঙ্গে।



সেসময় মোবইল ফোনে এক সেলফিতে বন্দি হন দুই দেশের তারকা। ঢাকার সামরিক জাদুঘর মাঠে চলছে সুফী ফেস্ট। ২৮ জানুয়ারি এই অনুষ্ঠানের পারফর্ম করবেন রাহাত ফতেহ আলী খান।

বেবী নাজনীন বলেন,‘হঠাৎ করেই বিমানবন্দরে দেখা হবার পর সেলফি তোলা। তার গানের বেশ ভক্ত আমি। আমরা একসঙ্গে শোও করেছি। আমাদের বেশকিছুক্ষণ কথাও হয়েছে বিমানে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।