ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

রণবীরকে কাছে ডাকতে ক্যাটরিনাকে মানা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জানুয়ারি ২৮, ২০১৫
রণবীরকে কাছে ডাকতে ক্যাটরিনাকে মানা! রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

এ তো রীতিমতো অন্যায় আবদার! রণবীর-ক্যাটরিনার প্রেম এখন ভরা মৌসুমে। এ সময়ই কিনা ক্যাটরিনার সঙ্গে দেখা না করার অনুরোধ! রণবীরের কাছে এমন অনুরোধ এসেছে পরিচালক অভিষেক কাপুরের পক্ষ থেকে।



অভিষেক কাপুরের ছবিতে রণবীর অভিনয় করছেন না। করছেন ক্যাটরিনা। তাহলে ক্যাটরিনাকে ফেলে রণবীরের কাছে এ আবদার কেন? তার যথেষ্ট কারণ আছে। ক্যাটরিনা যেখানেই যান, হাজির হন রণবীর। তাতে দু’জনের সময় মধুর যায় ঠিকই, কিন্তু ক্ষতি যা হওয়ার হয় পরিচালকের। কাজে মারাত্মক রকমের বিঘ্ন ঘটে।

অভিষেক কাপুর তার নতুন ছবি ‘ফিতুর’-এর কাজে যাবেন কাশ্মীরে। রেখা, আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফও যাবেন। ঠিক সময়ে কাজ শেষ করতে হবে- পরিচালকের মাথায় এমন চাপ আছে। তাই রণবীরকে তিনি অনুরোধ করেছেন, সে যাতে হুট করে কাশ্মীরে ক্যাটরিনার কাছে গিয়ে হাজির না হয়। তাতে ক্যাটের মন অন্যদিকে ঘুরে যাবে। ঠিক সময়ে শুটিং শেষ করা কঠিন হয়ে যাবে।

এখন নজর রণবীরের দিকে। তিনি কি রাখবেন এমন অনুরোধ?

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।